ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪৩ স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে আগাখান একাডেমি এলাকায়। একিউআই সূচকে ২৯৭ স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। স্কোর ৩০১ অতিক্রম করলেই বাতাসের মান ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়। 

এদিন বায়ুদূষণে ঢাকার শীর্ষ ১০ এলাকার সব স্থানেই বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকায় রয়েছে যথাক্রমে গুলশান-২-এর রব ভবন এলাকা (২৮৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৭৭), গুলশান লেক পার্ক (২৫৮), ঢাকাস্থ মার্কিন দূতাবাস (২৪৮), সাভারের হেমায়েতপুর (২৪৫), বেচারাম দেউড়ি (২৪৩), তেজগাঁওয়ের সান্তা টাওয়ার এলাকা (২৪১), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২২৩) এবং গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২২২)। শনিবার বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ভারতের রজধানী শহর দিল্লিতে। ৪৬১ একিউআই স্কোর নিয়ে সেখানে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ভারতের কলকাতা। শহর দুটির একিউআই স্কোর যথাক্রমে ৩৫২ এবং ২৮৩।