ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে গোলাম মোস্তফা (২৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আব্দুল আলীম জানান, সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মো. গোলাম মোস্তফা কেন্দ্রীয় কারাগারে কী মামলায় হাজতি হিসেবে ছিল সে বিষয়টি বলতে পারছি না। তার বাবার নাম নজরুল ইসলাম। তার হাজতি নম্বর ১০৬১৬/২৪।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।