ডুবছে ধান, পুড়ছে বাদাম অসহায় কৃষক

সিরাজগঞ্জের চৌহালীতে গত কয়েক দিনে যমুনার পানি বৃদ্ধি শুরু হয়েছে। ফলে নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গন ও  নিচু জমির বোরো ধান ডুবে গেছে

ডুবছে ধান, পুড়ছে বাদাম অসহায় কৃষক
ডুবছে ধান, পুড়ছে বাদাম অসহায় কৃষক

প্রথম নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালীতে গত কয়েক দিনে যমুনার পানি বৃদ্ধি শুরু হয়েছে। ফলে নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গন ও  নিচু জমির বোরো ধান ডুবে গেছে। এদিকে টানা খরার কারণে বাদাম পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জানা গেছে, যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৭টি ইউনিয়নের চরাঞ্চলের নিচু জমির কাঁচা ও আধপাকা ধান বেশিরভাগই ডুবে গেছে। অনেকেই কাঁচা ধান কেটে গরুকে খাওয়াচ্ছে। আবার কেউ কেউ আধপাকা ধান মাড়াই করে সংগ্রহের চেষ্টা করছেন। এ বিষয়ে উমারপুর ইউনিয়নের বৃদাশুরিয়া গ্রামের রাশিদুল হাসান মোকলেছ বলেন, ১২ বিঘা জমিতে ধান রোপণ করেছিলাম। দেড় বিঘা জমির কাঁচা ধান কাটতে সক্ষম হলেও বাদবাকি ডুবে গেছে৷

এদিকে টানা খরার কারণে বাদাম পুড়ে ছাই হয়ে যাচ্ছে। উপজেলার প্রতিটি নতুন চরসহ কিছু পুরনো চরেও ব্যাপকভাবে বাদাম চাষ করা হয়। সঠিক সময়ে বৃষ্টি হলে আর আগাম বন্যা না হলে বিঘাপ্রতি ৭-৮ মণ বাদাম হয় বলে জানান ঘুশুরিয়া চরের এক কৃষক । তিনি আরও বলেন, অল্প খরচ আর শ্রমে সার বা কীটনাশক ছাড়াই বাদামে ভালো ফলন পাওয়া যায়। তাছাড়া বাদামের বাজার দরও তুলনামূলক বেশি তাই চরাঞ্চলের বেশিরভাগ কৃষক বাদাম চাষ করেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চৌহালীতে প্রায় ৬ হেক্টর বোরো ধান ডুবে গেছে। এর মধ্যে প্রায় সাড়ে ৪ হেক্টর  জমির ধান সম্পূর্ণ ও ১.৫ হেক্টর  জমির ধান আংশিক ডুবে গেছে।

এদিকে গত এক সপ্তাহে উপজেলার দক্ষিণাঞ্চলের বাঘুটিয়া ইউনিয়নে যমুনার ভাঙ্গনে অর্ধশতাধিক বিঘা ফসলি জমিসহ ৪টি বাড়ি নদীতে বিলীন হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। হুমকির মুখে পড়েছে বিনানই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, সম্ভুদিয়া আজিজিয়া আলিম মাদ্রাসা, মিটুয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাজার, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom