ডেঙ্গু নিয়ে সচেতনতার অগ্রগতি জানতে চায় কারিগরি শিক্ষা অধিদপ্তর
প্রথম নিউজ, ঢাকা : সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাবে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা ও প্রতিরোধ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সেই কার্যক্রমের অগ্রগতি জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সময় বেধে দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
রোববার (১৩ আগস্ট) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. জয়নাল আবেদীনের সই করা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধকল্পে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া সচেতনা বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রচারণা চালাতে হবে।
এতে আরও বলা হয়, এ সিদ্ধান্তের বাস্তবায়নের অগ্রগতির হার্ডকপি ও সফট কপি আগামী ১৪ আগস্ট দুপুর ১২টার মধ্যে ইমেইলে ([email protected]) জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হলো।