ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মামলার প্রেক্ষিতে ঠাকুরগাঁও স্টেশন ক্লাবের নির্বাচনে অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
জেলা প্রশাসক মাহবুবুর রহমান

প্রথম নিউজ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও স্টেশন ক্লাবের লন টেনিস খেলোয়াড়, শহরের গণ্যমান্য ব্যক্তি ও প্রথম শ্রেণির কর্মকর্তাদের বাদ দিয়ে মনগড়া ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনের তফসিল ঘোষণা করায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ পাঁচ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

মামলার প্রেক্ষিতে ঠাকুরগাঁও স্টেশন ক্লাবের নির্বাচনে অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রণয়নকৃত ভোটার তালিকা দিয়ে কোনো প্রকার নির্বাচন করতে বিবাদীপক্ষকে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক গত ২১ সেপ্টেম্বর এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা প্রশাসন পরিচালিত স্টেশন ক্লাব একটি অ্যারিস্টোক্রেট ক্লাব। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি  খেলাধুলা, সমন্বয় ও বিনোদনে ভূমিকা রাখে। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রথম শ্রেণির কর্মকর্তা, শহরের গণ্যমান্য ব্যক্তি ও লন টেনিস খেলোয়াড়রা এই ক্লাবের সদস্য। এছাড়াও জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ অনারারি সদস্য হিসেবে বিবেচিত হবেন। 

কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া প্রশাসনিক ক্ষমতা বলে গঠনতন্ত্র লংঘন করে স্টেশন ক্লাবটিকে তার ব্যক্তিগত ব্যবসা কেন্দ্রে পরিণত করেছেন। তিনি টেনিস বল, ক্যাডস, গ্রিপ, ব্যান্ড ইত্যাদি বাজারের চাইতে অতিরিক্ত দামে বিক্রি করে লাভবান হয়ে আসছেন। এছাড়াও  তিনি ওই ক্লাবে টাকার বিনিময়ে টেনিস জুয়া খেলার প্রচলন শুরু করেন। জুয়ার ম্যাচে অংশ নিতে অনেক খোলোয়াড়কে বাধ্য করেন। তিনি ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বাদ দিয়ে গত ৫ সেপ্টেম্বর একটি মনগড়া ভোটার তালিকা প্রকাশ করেন। যাতে সর্বশেষ নির্বাচিত কমিটির ট্রেজারার অবসরপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দীন, টেনিস সেক্রেটারি সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন, স্কাউটস-এর জেলা সম্পাদক হাসানুজ্জামান বিপ্লব, ডা. এনামুল হক, ডা. শাহজাহান নেওয়াজ, কৃষি কর্মকর্তা আনিসুর রহমানের নাম নেই।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুন ভূঁইয়া  ইতোমধ্যে অত্র জেলা থেকে অন্য জেলায় বদলি হয়ে গেছেন। গঠনতন্ত্র অনুযায়ী বদলিজনিত কারণে তার পদ শূন্য হওয়ার কথা। কিন্তু জেলা প্রশাসকের সমর্থনে তিনি অবৈধভাবে প্রভাব খাটিয়ে চলেছেন। এদিকে মনগড়া ভোটার তালিকা দিয়ে পকেট কমিটি গঠনের জন্য ১৩ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক মাহবুবুর রহমানকে মৌখিকভাবে অবগত করেও ভোটার তালিকায় নাম সংযোজন না হওয়ায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিক বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর ঘোষণামূলক ডিক্রি চেয়ে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom