ট্রেন লাইনচ্যুত, লালমনিরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী কমিউটার থ্রি লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়েছে
প্রথম নিউজ, রংপুর : রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী কমিউটার থ্রি লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে লালমনিরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় লেভেল ক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে স্টেশন মাস্টার জামিল উদ্দিন আহমেদ জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়েছে। বগিটি উদ্ধারের জন্য পার্বতীপুর লোকোসেড থেকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী গাড়ি) এনে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
বিস্তারিত আসছে...