ট্রেনে কাটা পড়ে রেল কর্মকর্তার মৃত্যু
রোববার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় হিলির ডাঙ্গাপাড়া এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে হিলি রেল স্টেশনের বুকিং সহকারী নয়ন বাবুর (৩৫) মৃত্যু হয়েছে। রোববার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় হিলির ডাঙ্গাপাড়া এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত নয়ন বাবুর বাড়ি হিলির খট্রামাধবপাড়া ইউনিয়নের গবিন্দপুর গ্রামে।
হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নয়ন বাবু হিলি রেল স্টেশনের বুকিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সকালে তিনি হিলি রেল স্টেশনে তিতুমির এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি করে নিজ বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার দিকে রওনা হন। বেলা সাড়ে ১১টার দিকে একাকী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।