জাস্টিন বিবার ও হেইলির বিচ্ছেদের গুঞ্জন

জাস্টিন বিবার ও হেইলির বিচ্ছেদের গুঞ্জন

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: পপ-তারকা জাস্টিন বিবার ও হেইলির দাম্পত্যের বয়স পাঁচ বছর। সম্প্রতি দেখা গেছে, ইনস্টাগ্রামে পোস্ট করা স্বামীর সঙ্গে বেশিরভাগ ছবিই তিনি মুছে দিয়েছেন; তা নজর এড়ায়নি নেটিজেনদের। ১ জানুয়ারি বছরের প্রথম দিনে হেইলি নিজের কয়েকটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সঙ্গে লেখেন- ‘২০২৪-এ আমিই আমার সঙ্গে।’ এই পোস্ট দেখেও দম্পতির বিচ্ছেদের রটনা জোরালো হয়েছে। ছবিগুলোর নিচে একজন লিখেছেন- ‘জাস্টিন কই?’ 

২০২০ সালে নিজের অসুস্থতার কথা ঘোষণা করেছিলেন জাস্টিন। পপ তারকার মুখমণ্ডলের একাংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। বাতিল করতে হয় একাধিক কনসার্ট। তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন জাস্টিন। 

সেই প্রসঙ্গ তুলে এক নেটাগরিক লিখেছেন- ‘জাস্টিনের দুর্বল সময়ে আপনি ওর সঙ্গে থেকে ওকে ব্যবহার করেছেন। আপনি কি ওকে সুখী দেখতে চান না?’ অনুরাগীদের একাংশের দাবি, দুজনের সম্পর্কের অবনতি ঘটেছে। তা হলে কি জাস্টিন ও হেইলি বিবাহবিচ্ছেদের পথেই হাঁটছেন? উত্তর অবশ্য এখনো অজানা।