জবিতে চাকরি স্থায়ী করণের দাবিতে মানবন্ধন

বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন তারা।

জবিতে চাকরি স্থায়ী করণের দাবিতে মানবন্ধন

প্রথম নিউজ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন করেছেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা।

বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, কর্মচারী ভেদে মাসে ৯ থেকে ১৫ হাজার টাকা পান তারা। এ দিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। স্থায়ীদের বছরে ২০ দিন ছুটি থাকলেও তাদের ছুটি নেই। অসুস্থতার জন্য কাজে না এলেও হাজিরা কাটা যায়।

এ সময় তাদের চাকরি শিগগির স্থায়ী করার দাবি জানানো হয়। দাবি মানা না হলে কর্মবিরতি এবং আমরণ অনশন করবেন বলে জানান এ কর্মচারীরা।