জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ
জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুরো ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র।
প্রথম নিউজ, ডেস্ক: জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের জেনারেটার কক্ষের পাশে ভয়াবহ বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা অ্যানার্গোএটম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর আল-আরাবিয়ার। অ্যানার্গোএটম এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরিত বোমাটি রাশিয়া পুঁতে রেখেছিল।জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের চার নম্বর রিয়েক্টরের ইঞ্জিন রুমের পাশে বোমটি বিস্ফোরিত হয়েছে।
জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুরো ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র। জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান শহর থেকে ৩৪ কিলোমিটার দূরে নিপার নদীর অপর তীরে। এই কেন্দ্রটির নিয়ন্ত্রণ এখন রুশ সামরিক বাহিনীর হাতে।