জনগণকে সবকিছু উপেক্ষা করে মহাসমাবেশে যোগদান করার আহবান জামায়াতের
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী আহুত মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বাস্তবায়ন কমিটির এক সমন্বয় সভা আজ বেলা ২.৪৫টায় রাজধানীর একটি মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা.ফখরুদ্দিন মানিক প্রমুখ।এতে মহানগরীর বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীলরা অংশ গ্রহণ করেন।
সভাতে মহাসমাবেশ বাস্তবায়নে থানা ও ওয়ার্ডের নেয়া বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়নের দিক নিয়ে পর্যালোচনা করা হয়।অযুত জনতার উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে সমাবেশ বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখার আহবান জানানো হয়।
সভাপতির বক্তব্যে আব্দুর রহমান মূসা বলেন,কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা,আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ কারারুদ্ধ নেতা-কর্মী,আলেম-উলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দাবিতে আগামীকালের মহাসমাবেশ হবে মুক্তিকামী মানুষের জন্য মাইলফলক।
তিনি বলেন,মহাসমাবেশ বাস্তবায়নে আমরা প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং সব কিছু উপেক্ষা করে নগরবাসীকে দলে দলে যোগদানের জন্য আহবান জানাই।