জানা যাবে রোনালদোর ভবিষ্যত এ সপ্তাহেই

প্রথম নিউজ, ডেস্ক : দ্বিতীয় দফায় ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড যাত্রা সুখকর হয়নি। পর্তুগিজ সুপারস্টার ছন্দে থাকলেও ব্যর্থ হয়েছে তার দল। শিরোপাহীন মৌসুমে রেডডেভিলরা নিশ্চিত করতে পারেনি চ্যাম্পিয়নস লীগের টিকিটও। যেকারণে নতুন মৌসুমে নতুন ঠিকানা খুঁজছেন রন। তবে ম্যানইউ কোচ এরিক টেন হাগের বিশ্বাস, ওল্ড ট্রাফোর্ডেই থিতু হবেন রোনালদো। যদিও তিনি জানেন না কবে ফিরবেন সিআরসেভেন। ধোঁয়াশা দূর করতে এই সপ্তাহেই রোনালদোর সিদ্ধান্ত জানতে চাইবে ম্যানইউ। খবরটি দিয়েছে ইংলিশ দৈনিক দ্য গার্ডিয়ান। ছুটি কাটিয়ে ওল্ড ট্রাফোর্ডে ফেরেননি রোনালদো। টানা তিনদিন উপস্থিত হননি ম্যানইউর অনুশীলনে। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রাক-মৌসুম সফরেও দলের সঙ্গী হননি তিনি। ভালো দাম পাওয়া সাপেক্ষে ক্লাব ছাড়ারও আগ্রহ প্রকাশ করেছেন রোনালদো। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসজির সঙ্গে যোগাযোগ করেছে রোনালদোর প্রতিনিধি হোর্হে মেন্ডেস। যেকারণে দিন গড়াচ্ছে আর ছয়বারের বর্ষসেরার ম্যানইউ ত্যাগের গুঞ্জন ডালপালা মেলছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ৭ই আগস্ট ব্রাইটনের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ইউনাইটেড। সেজন্য যত দ্রুত সম্ভব রোনালদোকে স্কোয়াডে ফেরাতে চান টেন হাগ। অন্যথায় প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচে দলের সেরা তারকাকে ছাড়াই নামতে হতে পারে ম্যানইউকে। এই সপ্তাহে রোনালদোকে জিজ্ঞেস করা হবে, তিনি কবে ম্যানইউর অনুশীলনে ফিরতে পারবেন। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সূচি অনুযায়ী আরও দুটি ম্যাচ খেলার কথা রয়েছে। তাই অনুশীলন এবং খেলার মধ্যে থাকা ফুটবলাররাই হয়তো টেন হাগের বিবেচনায় থাকবেন।
রোনালদোর অনুপস্থিতিতেও অবশ্য ম্যানইউ আক্রমণভাগের সমস্যা হওয়ার কথা না। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে অ্যান্থনি মার্শিয়াল, মার্কাস রাশফোর্ড, জ্যাডন সানচোদের পারফরম্যান্স তাই বলে। ৪ ম্যাচে ১৩ গোল করেছে ম্যানইউ। যার ৫টিই করেছেন মার্শিয়াল ও রাশফোর্ড। সানচো করেছেন ৩ গোল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews