জাতীয় পার্টির চিফ হুইপ হচ্ছেন ফখরুল ইমাম
আজ সোমবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয়ে বৈঠক করেন জাপার সংসদ সদস্যরা।
প্রথম নিউজ, ঢাকা: মসিউর রহমান রাঙ্গাকে সরিয়ে সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ করা হচ্ছে ফখরুল ইমামকে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে চিঠি দেওয়া হবে।
আজ সোমবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয়ে বৈঠক করেন জাপার সংসদ সদস্যরা।
বৈঠকে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপ থেকে সরিয়ে ফখরুল ইমামকে চিফ হুইপ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী চিঠি তৈরি করা হবে এবং তা সংসদের স্পিকারকে দেওয়া হবে।
নাম না প্রকাশ করার শর্তে জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমামকে বিরোধীদলীয় চিফ হুইপ করার সিদ্ধান্ত হয়েছে।
বিকেল ৩টার দিকে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, এটা ফাইনাল হয়েছে, ফখরুল ইমামকে চিফ হুইপ করা হয়েছে। এখানে স্পিকারের কোনো অনুমোদনের বিষয় নেই।
ফখরুল ইমাম বলেন, দল আমাকে চিফ হুইপ হিসেবে মনোনীত করেছে। আমি আমার দায়িত্ব পালন করব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews