ছাত্রদলে কোনো বিভেদ নেই: বকুল

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ছাত্রদলে কোনো বিভেদ নেই: বকুল
ছাত্রদলে কোনো বিভেদ নেই: বকুল

প্রথম নিউজ, অনলাইন : ছাত্রদলে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন সদ্য দায়িত্ব পাওয়া বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।  বকুল বলেন, ছাত্রদলের কোনো কোন্দল, বিভেদ নেই। যদি কেউ অপতৎপরতায় এবং ষড়যন্ত্রে অংশীদার হওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদলের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলের ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী বকুলকে স্বাগত জানান। 

গত রোববার রাতে রকিবুল ইসলাম বকুলকে ছাত্রবিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়। ২০১৬ সালে দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে হলে ছাত্রবিষয়ক সম্পাদক ও সহসম্পাদক পদ দুটি শূন্য ছিল। রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom