চোরাচালানের ৩৪৪ মোবাইল ফোন জব্দ, কারবারি গ্রেপ্তার
রোববার (১২ মে) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল জানান, র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
প্রথম নিউজ, অনলােইন: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৩৪৪টি মোবাইল ফোন উদ্ধারসহ মোক্তার হোসেন (৩৬) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১২ মে) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল জানান, র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
দেশের শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৩৪৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোক্তার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পাহাড়পুর এলাকার মো. ইলিয়াসের ছেলে। এ সময় তার কাছ থেকে চোরাচালানকৃত মালামাল বহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার মোক্তার একজন মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোবাইলের মার্কেট ও দোকানে সরবরাহ করে আসছিলেন।