চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ীই তার চিকিৎসা চলছে। এসব তথ্য জানিয়েছেন বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেছেন, ম্যাডামের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই।

চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া

প্রথম নিউজ, অনলাইন: ২৭ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। হাসপাতালের কেবিনে রেখেই তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার রাতে মেডিকেল বোর্ড বসে তার কিছু ওষুধ পরিবর্তন করে দেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ীই তার চিকিৎসা চলছে। এসব তথ্য জানিয়েছেন বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেছেন, ম্যাডামের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই। হাসপাতালের কেবিনে রেখেই চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছেন- তাকে বিদেশে নিয়ে মাল্টি ডিসিপ্লিনারি এডভান্স সেন্টারে চিকিৎসা দেয়ার জন্য। 

জানা গেছে, গত কয়েকদিন ধরে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। মূলত লিভার সিরোসিস থেকেই তার শারীরিক জটিলতা বাড়ছে। পেটে পানি চলে আসছে। প্রতিনিয়ত তা অপসারণ করতে হচ্ছে। লিভার সিরোসিসের কারণে শরীরে প্রোটিন কমে যাচ্ছে। লিভার সিরোসিসের সমস্যার কারণে শরীরে অন্য প্যারামিটারের জটিলতাগুলো বাড়ছে। 

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। দেশে করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫শে মার্চ তাকে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয়া হয়। তখন থেকে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছেন। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, অস্টিও আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার মেরুদণ্ড, ঘাড়, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে। 

২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। গত বছরের জুনে বুকে ব্যথা অনুভব করলে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। এরপর এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। চলতি বছরের ১৩ই জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতালে পাঁচদিন চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়। সর্বশেষ গত ৯ই আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এরপর থেকে হাসপাতালে রয়েছেন তিনি।