গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বিএনপি

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বিএনপি
গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বিএনপি

প্রথম নিউজ, ঢাকা : সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বেলা ১১টা ৪০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন, জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদ যুগ্ম আহবায়ক রাশেদ খান প্রমুখ।
 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: