খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশে জনতার ঢল
আজ রবিবার সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টা থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।
প্রথম নিউজ,ঢাকা: অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টা থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এক সময়ে জনতার ঢল নামে। সময়ের সঙ্গে সঙ্গে লোক সংখ্যা বাড়তে থাকলে প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসবেক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ উপস্থিত রয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews