খালেদা জিয়া ও ড. ইউনুস সম্পর্কে প্রধানমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে ২৬ মে বিএনপির বিক্ষোভ
আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ড. ইউনুসসহ দেশের সিনিয়র সিটিজেনদের সম্পর্কে শেখ হাসিনার অসম্মাান জনক মন্তব্যর প্রতিবাদে বিএনপি ও সকল অঙ্গ-সংগঠন যৌথভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করবে। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপি চেয়ারপারসন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ড. ইউনুসসহ দেশের সিনিয়র সিটিজেনদের সম্পর্কে শেখ হাসিনার অসম্মান জনক মন্তব্যর প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা ব্যতিত সকল মহানগর ও জেলা সদরে বিএনপি ও সকল অঙ্গ-সংগঠন যৌথভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করবে।
তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার এই বক্তব্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির শামিল। অনির্বাচিত সরকারের সরকার প্রধান হিসাবে এই মন্তব্য অত্যন্ত বিপদ জনক এই কারনে যে, নির্বাহী বিভাগের প্রধান যখন পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন তখন তা হত্যার নির্দেশের পর্যায়ে পড়ে। বাংলাদেশের একমাত্র নোবেল পুরষ্কার বিজয়ী গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. ইউনুসকেও একই ধরনের হুমকি দেন যা রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত, অশালীন ও কুরুচিপূর্ণ। সভা এই উক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews