খাটে স্ত্রী, মেঝেতে স্বামীর দগ্ধ মরদেহ
নিহতরা হলেন- সুফিয়ান রহমান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬)। সুফিয়ান রহমান নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরে ঘরের ভেতরে খাটের ওপর থেকে স্ত্রী এবং মেঝে থেকে স্বামীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ভোররাতে সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- সুফিয়ান রহমান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬)। সুফিয়ান রহমান নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই মাইকেল বণিক জানান, জরুন এলাকায় শুক্কুর সিকদারের ৬ তলা বাসার নিচ তলার একটি কক্ষের ভেতর থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে রাতের কোনো এক সময় আগুন লাগিয়ে তারা আত্মহত্যা করেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews