খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশের মামলা
আজ বুধবার (১৯ জুলাই) খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ সময় ১৫৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে। আজ বুধবার (১৯ জুলাই) খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আরিফুর রহমান বলেন, মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে চার পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তিনি আরও জানান, ওই ঘটনায় উপপরিদর্শক মিনহাজ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখনও পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির পক্ষে কোনো মামলা হয়নি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুলাই) সকালে আওয়ামী লীগ উন্নয়ন শোভাযাত্রা ও বিএনপি তাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী পদযাত্রা বের করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক নুরুল আজম, মো. আলমাছ, ক্যজরী মারমাসহ ২৫-৩০ জন এবং জেলা বিএনপির সমবায় সম্পাদক মো. হোসেন বাবুসহ ২০ জন আহত হয়েছেন বলে দাবী করা হয়েছে। ইতোমধ্যে আহত কয়েকজনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।