খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
বুধবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। পরে তা দুপক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরজুড়ে।
![খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি](https://prothom.news/uploads/images/2024/10/image_750x_66fbdebe8a73c.jpg)
প্রথম নিউজ, খাগড়াছড়ি: খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি বিভাগের ইন্সট্রাক্টর আবুল হাসনাত সোহেলকে (৪৮) গণপিটুনি দিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। পরে তা দুপক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।