কাস্টমসে রাজস্ব কর্মকর্তা পদে ১৬৫ জনের পদোন্নতি

কাস্টমস বিভাগের ১৬৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে ‘রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর

 কাস্টমসে রাজস্ব কর্মকর্তা পদে ১৬৫ জনের পদোন্নতি
 কাস্টমসে রাজস্ব কর্মকর্তা পদে ১৬৫ জনের পদোন্নতি

প্রথম নিউজ, ডেস্ক : কাস্টমস বিভাগের ১৬৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে ‘রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব কে এম আলমগীর কবীর সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার (৯ জানুয়ারি) এনবিআর পরিচালক (জনংযোগ) সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তাদের রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতিপ্রাপ্তদের চলতি দায়িত্ব হিসাবে স্ব স্ব কর্মস্থলেই রাখা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

এর আগে সদ্য সমাপ্ত ২০২২ সালের শেষে দিকে ১৫৮ জন কর্মকর্তাকে রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছিল এনবিআর।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে>>>

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom