কাশিমপুর কারাগারে জঙ্গি বন্দিদের অনশন

অবশ্য সকাল ১১টার দিকে তারা অনশন ভাঙেন বলে দাবি কারা কর্তৃপক্ষের।

কাশিমপুর কারাগারে জঙ্গি বন্দিদের অনশন
কাশিমপুর কারাগারে জঙ্গি বন্দিদের অনশন

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিদেশি কম্বল দেয়াসহ বিভিন্ন দাবিতে রোববার দ্বিতীয় দিনের মতো অনশন করেছে  জঙ্গি সংগঠনের বন্দি সদস্যরা। অবশ্য সকাল ১১টার দিকে তারা অনশন ভাঙেন বলে দাবি কারা কর্তৃপক্ষের। কারাগারের ওই ইউনিটের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কারা বিধি আইনের বাইরে বাড়তি সুবিধার দাবিতে শনিবার সকালের নাস্তা গ্রহণ না করে তারা কারাগারের ভেতর অনশন করেন। রোববার সকালে কারাগারের চতুর্থ তলার বন্দিরা একই দাবিতে অনশন শুরু করেন। তিনি  বলেন, এ কারাগারের একটি ভবনে জঙ্গি সংগঠনের সদস্য, জেএমবি সদস্য, সন্ত্রাসী বন্দি রয়েছেন। কারা বিধি অনুযায়ী, ২৪ ঘণ্টাই তাদের লক-আপে থাকার কথা।

তারপরও তারা ভবনের বারান্দা পর্যন্ত চলাচল করতে পারেন। কিন্তু তারা কারা চত্বরের ভেতরে সাধারণ বন্দিদের মতো ঘোরাঘুরি করতে চান ও একসঙ্গে মিশতে চান। এ ছাড়া বাইরে থেকে স্বজনদের সরবরাহ করা বিদেশি কম্বল, প্রতি সপ্তাহে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও ফোনে কথা বলাসহ নানা দাবি তোলেন তারা। শীত বেশি হওয়ায় তাদের জন্য কম্বলের সংখ্যা বাড়ানো হলেও তাদের দাবি, সরকারি কম্বলে তাদের শরীর চুলকায়। এসব নানা দাবি তুলে শনিবার ১০টার দিকে কতিপয় জঙ্গি, জেএমবি সদস্য ও সন্ত্রাসী বন্দি অনশন শুরু করেন। 

একই দাবিতে রোববার অনশন করে আরো বন্দি। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয় এবং তারা সবাই ১১টার দিকে নাস্তা গ্রহণ করেন। তবে সাধারণ কোনো বন্দি এই অনশনে অংশ নেননি বলে জানান জেল সুপার। তিনি আরও বলেন, কারাবিধি অনুযায়ী, বন্দিদের সব সুবিধা দেওয়া হয়। কিন্তু কারাবিধি বা আইনের বাইরে বন্দিদের জন্য কোনোকিছু করার নিয়ম বা সুযোগ নেই। জঙ্গি সদস্যদের তাদের ইচ্ছামতো চলতে দিলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom