কুলাউড়ায় জঙ্গি সন্দেহে নারীসহ আরও ১৭ জন আটক

সোমবার (১৪ আগস্ট) সকালে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান একে আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কুলাউড়ায় জঙ্গি সন্দেহে নারীসহ আরও ১৭ জন আটক

প্রথম নিউজ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জঙ্গি সন্দেহে জনতার হাতে আরও ১৭ জন নারী-পুরুষ আটক হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) সকালে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান একে আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-কে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। আটককৃতরা জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলার’ সদস্য বলে আমরা সন্দেহ করছি।

কুলাউড়া থানা পুলিশের ওসি মো. আব্দুস ছালেক বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির টিম এলে প্রেস ব্রিফিং করা হবে। তখন বিস্তারিত জানানো হবে।