ক্রোয়েশিয়া-বেলজিয়াম, মরক্কো-কানাডা লড়াই: কী বলছে পরিসংখ্যান?
কাতার বিশ্বকাপের 'এফ' গ্রুপে বাংলাদেশ সময় রাত নয়টায় আজ মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-বেলজিয়াম আর মরক্কো-কানাডা
প্রথম নিউজ, ডেস্ক : কাতার বিশ্বকাপের 'এফ' গ্রুপে বাংলাদেশ সময় রাত নয়টায় আজ মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-বেলজিয়াম আর মরক্কো-কানাডা। চার দলের মধ্যে কেবল বিদায় হয়েছে কানাডার। বাকি তিন দলের ভাগ্য নির্ধারণ হবে আজ।
ম্যাচের আগে আসুন এক নজরে দেখে নেই পরিসংখ্যান...
ক্রোয়েশিয়া-বেলজিয়াম: দুই দল মুখোমুখি হয়েছে মোট আটবার। লড়াই হয়েছে সমানে সমান। ৩টি করে জয় দুই দলেরই, দুটি ম্যাচ হয়েছে ড্র।
বিশ্বকাপে মোট দেখা হয়েছে চারবার। সেখানেও সমতা। একটি করে জয় হার ক্রোয়েশিয়া-বেলজিয়ামের। দুটি ম্যাচ হয়েছে ড্র।
সবশেষ দুই দেখায় অবশ্য জয়ী দল বেলজিয়াম। ২০১৩ বিশ্বকাপে তারা ক্রোয়াটদের হারায় ২-১ গোলে। ২০২১ সালে প্রীতি ম্যাচে জেতে ১-০তে।
মরক্কো-কানাডা: দুই দলের এর আগে দেখা হয়েছে তিনবার।দুইবারই জিতেছে মরক্কো, একটি ম্যাচ হয়েছে ড্র। তবে বিশ্বকাপে এবারই প্রথম। সবশেষ ২০১৬ সালে প্রীতি ম্যাচে কানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় মরক্কো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews