করোনা নিয়ে সতর্কতা: ভারতে বিদেশ থেকে আগতদের থার্মাল স্ক্রিনিং শুরু
প্রথম নিউজ, ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জরুরি বৈঠক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জরুরি ভিত্তিতে সাত সদস্যর বিশেষ কমিটি গঠন। ভারতে করোনা সতর্কতা শুরু হয়ে গেল। চীনে করোনার বাড় বাড়ন্তর মাঝখানে গুজরাটে তিনজন এবং ওড়িশায় একজন অমিক্রন বি এফ সেভেন ভাইরাস সম্পন্ন রোগীর সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে ভারত চিন্তিত হয়েছে।
যদিও চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা এবং ফ্রান্সের মিলিত করোনা সংক্রমণের সংখ্যাটি পাঁচ লক্ষ সায়ত্রিশ হাজার এবং ভারতে মাত্র একশো পয়তাল্লিশ জন, তবু ভারত আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাইছে। প্রধানমন্ত্রীর বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বিদেশ আগত যাত্রীদের থার্মাল স্ক্রিনিং শুরু হয়েছে। আর টি পিসিআর টেস্ট এর সংখ্যা বাড়ানো হচ্ছে। মোদির নির্দেশে রাজ্যগুলি হাসপাতাল তৈরি রাখছে। মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন যে, রাজ্যে এখনই কোনওভাবে নাইট কারফিউ করার কোনও পরিকল্পনা নেই। প্রয়োজন হলে তা যে করাও হতে পারে তার ইঙ্গিত অবশ্য মুখ্যমন্ত্রী দিয়েছেন। তবে, দেশের মানুষকে মাস্ক ব্যবহার করার পরামর্শ যেমন প্রধানমন্ত্রী দিয়েছেন, তেমনই দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোভিড বিধি মানার সুপারিশও করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews