কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ
ঠাঁই মিলছে না আশ্রয়কেন্দ্রেও
প্রথম নিউজ, সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বানের পানিতে তলিয়ে গেছে উপজেলার সিংহভাগ ঘরবাড়ি, জনপদ, রাস্তাঘাট। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সিলেট জেলা সদরের সঙ্গে কোম্পানীগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তলিয়ে গেছে সকল হাট বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান। উদ্ধারের আশায় বানভাসি মানুষেরা চরম উদ্বিগ্ন অবস্থায় প্রতীক্ষার প্রহর গুনছেন। উপজেলার যে কয়টি সরকারি স্থাপনা ও বিদ্যালয় কিছুটা বন্যামুক্ত সেগুলো আশ্রিত বিপন্ন মানুষে গিজ গিজ করছে। অনাহার অর্ধাহারে নিপতিত মানুষগুলো চরম আতঙ্কে দিন যাপন করছেন। অনেকের মতে স্মরণকালে এত ভয়াবহ বন্যা অত্রাঞ্চলের মানুষ দেখেননি। মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি ক্রমশ আরও ভয়াবহ আকার ধারণ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ইকবাল হোসেন ইমাদ ও ফয়জুর রহমান জানান, বানে আটকা পড়া মানুষদের তারা ব্যক্তিগত উদ্যোগে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসছেন। প্রচণ্ড পানির স্রোত আর বৈরী আবহাওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারিভাবে বানে আটকাপড়া মানুষকে উদ্ধারে দৃশ্যমান কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, বন্যার্তদের উদ্ধারের জন্য সাদা পাথরের সকল নৌকা মালিককে অনুরোধ জানানো হয়েছে। জেলা সদরের সঙ্গে কোম্পানীগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্যার্তদের জন্য শুকনো খাবার সংগ্রহ দুরূহ হয়ে পড়েছে। এদিকে এ অঞ্চলের সংসদ সদস্য ইমরান আহমদ কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ৩ হাজার প্যাকেট শুকনো খাবার প্রদানের জন্য চিঠি দেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আর কোনো অগ্রগতি জানা যায়নি। কোম্পানীগঞ্জ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন এখানকার সচেতন মানুষ প্রবীণ ব্যক্তিত্ব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছির কোম্পানীগঞ্জের বানে আটকে পড়া অসহায় মানুষগুলোকে উদ্ধারের জোর দাবি জানিয়েছেন। বানের পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বন্যার এ করাল গ্রাস অব্যাহত থাকলে এ অঞ্চলে মানবিক বিপর্যয় দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews