কাফরুলে চুরি যাওয়া নবজাতক ১১ দিন পর মিরপুর থেকে উদ্ধার
ঢাকার কাফরুলের একটি বাড়ি থেকে চুরি হওয়া ২৬ দিন বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

প্রথম নিউজ, অনলাইন: ঢাকার কাফরুলের একটি বাড়ি থেকে চুরি হওয়া ২৬ দিন বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ১১ দিন পর উদ্ধার হওয়া শিশুটিকে নিরাপদে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম আজ দ্য ডেইলি স্টারকে বলেন, গোয়েন্দাদের একটি দল গতকাল রাতে মিরপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে। উদ্ধার অভিযান সম্পর্কে তিনি বলেন, `আমরা প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শিশুটির অবস্থান শনাক্ত করি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোর শিশুটিকে মিরপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়`।
ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গত ২০ ডিসেম্বর শিশুটির মা দুধ কিনতে বাড়ির বাইরে গিয়েছিলেন। এর মধ্যে এক ব্যক্তি শিশুটিকে চুরি করে।`তিনি বলেন, `সন্তান হারিয়ে পরিবারটি বিপর্যস্ত হয়ে পড়েছিল। তারা এ ব্যাপারে কাফরুল থানায় মামলা করার পর পুলিশ তদন্ত শুরু করে।` তিনি বলেন, `আমরা সিসিটিভি ফুটেজে শিশুটিকে নিয়ে যাওয়া ব্যক্তির ছবি পেয়েছি। তাকে দ্রুত গ্রেপ্তারের ব্যাপারে আমরা আশাবাদী।`
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews