এবার ওয়াশিংটনে বন্দুক হামলা
এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে
প্রথম নিউজ, ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কিছু নাগরিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। খবর ফক্স নিউজের।
জানা গেছে, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। এসময় ঘটনাস্থলে এসে পৌঁছানো পুলিশ কর্মকর্তাদের দিকেও গুলি চালানো হয় ।
ওয়াশিংটন ডিসির পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। যেখানে গুলি চালানো হয়েছে তার একটু দূরেই চলছিল কনসার্ট। স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন মানুষ। ভিড় ছিল রাস্তায়। এর মধ্যেই গুলি চলে।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র বলেছেন, জনাকীর্ণ এলাকায় একজন পুলিশ কর্মকর্তাসহ চারজনকে গুলি করা হয়েছে।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসারও দোষীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে বিপুল আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews