একযোগে কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে বদলি

এর মধ্যে ২টি প্রজ্ঞাপণ জারি করা হয় গতকাল রোববার আর একটি আজ সোমবার জারি করা হয়।

একযোগে কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে বদলি

প্রথম নিউজ, অনলাইন: কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদ-বদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে সারা দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া দুজন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে।

২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

বদলির তালিকা দেখুন নিচের লিঙ্কে-

https://drive.google.com/file/d/1v8QBI8bm7j7Qxc6U2me1ErGUPC6ZXl9K/view?pli=1