নারায়ণগঞ্জে রিজভীর মামলা খারিজ
আজ রোববার সকালে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে ‘যুবদল কর্মী’ শাওন নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ আদালতে পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শাওন হত্যার ঘটনা একদলীয় সরকারের যে নমুনা তার চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে ‘যুবদল কর্মী’ শাওন নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ আদালতে পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কাটছাট করার পরেও সংবিধানে এখনও যতটুকু অধিকার আছে সেটা হচ্ছে সমাবেশ, র্যালি করা গণতান্ত্রিক অধিকার। সে অধিকার হরণ করা হয়েছে, যেটা আমরা বারবার বলে আসছি। আর এটার প্রমাণ হয়েছে পহেলা সেপ্টেম্বরের ঘটনা। তারা গণতান্ত্রিক অধিকার কোনোটাই রাখতে চাই না। আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে শাওনের আত্মার মাগফেরাত কামনা করছি। এদিন নারায়ণগঞ্জে ‘যুবদল কর্মী’ শাওন নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারসহ ৪২ জন পুলিশ সদস্যের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে এই মামলার আবেদন করেন তিনি। এ বিষয়ে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, নারায়ণগঞ্জসহ দেশের কতিপয় স্থানে পুলিশ বিনা কারণে উসকানি দিয়ে শান্তিপূর্ণ মিছিলে যারা উপস্থিত ছিলেন তাদেরকে গুলি করেছে। বহু নেতাকর্মী আহত হয়েছে এবং যুবদল কর্মী শাওন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। আমরা এই ঘটনাগুলো মিডিয়া, পত্রিকা এবং ওইখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে জেনে আমরা আদালতে মামলা দায়ের করলাম। আদালতে মোট ৪২ জন আসামি করা হয়েছে। সেইসঙ্গে পুলিশের সাব ইন্সপেক্টর কনক যার গুলিতে শাওন নিহত হয়েছে তাকে প্রধান আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলা দায়ের করে আদালতের কাছে আমরা নিবেদন করেছি আইন আপনাকে ক্ষমতা দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আইনসম্মতভাবে আদালতে মামলা দায়ের করেছেন। আইন তাকে অধিকার দিয়েছে। সেই অনুসারেই মামলা করেছেন। আমাদের নিবেদন পরীক্ষা নীরিক্ষা করে যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য। আদালত বলেছেন, পরীক্ষা নীরিক্ষা করে যেটা আইনসম্মত আদেশ সেটা দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন, মামলার আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নসহ অন্যান্য আইনজীবীরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews