উত্তরায় মানি এক্সচেঞ্জে অভিযান, ৫ জন গ্রেফতার
প্রথম নিউজ, ঢাকা : সিআইডির হেফাজতে দেশি-বিদেশি মুদ্রাসহ গ্রেফতারকৃত ব্যক্তিরাসিআইডির হেফাজতে দেশি-বিদেশি মুদ্রাসহ গ্রেফতারকৃত ব্যক্তিরা
রাজধানীর উত্তরায় মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, নিয়মের ব্যক্তিক্রম করে বৈদেশিক মুদ্রা কেনাবেচা এবং বৈদেশিক মুদ্রা কেনার জন্য বাংলাদেশি টাকা হেফাজতে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ মানি এক্সচেঞ্জ ও বৈধ মানি এক্সচেঞ্জের অবৈধ লেনদেনের বিরুদ্ধে সিআইডি’র অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি টিম উত্তরার ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের লতিফ ইম্পেরিয়াল মার্কেটের আল-মদিনা ইন্টারন্যাশনাল কম্পিউটার অ্যান্ড স্টেশনারি এবং কুশল সেন্টারের মার্ক ন্যাশনাল মানি এক্সচেঞ্জে অভিযান চালানো হয়। এ সময় দুটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মুদ্রা উদ্ধারসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. নাইমুল ইসলাম (২৭), মো. রেজাউল করিম সোহেল (৩৮), মো. আব্দুল আওয়াল (৪১), মো. সাইফুল হাসান ভুঁইয়া (৪৩) ও রফিকুল ইসলাম (৬৬)।
সিআইডি আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রাসহ ৪০টি দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮৮ লাখ ২ হাজার ২২৮ টাকা।