ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট এলাকায় পৃথকভাবে বিক্ষোভ করে দলগুলো নেতাকর্মীরা।
প্রথম নিউজ, অনলাইন: ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিলে করেছে সম্মিলিত ইসলামী দল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট এলাকায় পৃথকভাবে বিক্ষোভ করে দলগুলো নেতাকর্মীরা। পূর্বঘোষিত এ কর্মসূচিতে অংশ নিয়েছেন সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। এসময় তারা ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান। আগ্রাসনের প্রতিবাদে বেলা ৩টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন পোস্টার, ফেস্টুন নিয়ে জড়ো হন। স্লোগানে মুখরিত করে তোলেন বায়তুল মোকাররম ও পল্টন এলাকা।
নেতাকর্মীদের উপস্থিতিতে সড়কের একপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। বিক্ষোভ শেষে দলটির আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন ও হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদে আমাদের রাজপথে থাকা অত্যাবশ্যকীয়। তিনি বলেন, জাতিসংঘের দায়িত্ব হচ্ছে মজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে, ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া। ফিলিস্তিনের মুসলমানদের হত্যার বিষয়ে জাতিসংঘের কোনো প্রতিবাদ আমরা দেখছি না। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ।
আরো বক্তব্য রাখেন, অধ্যাপক মাহবুবুর রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান ও মুফতী দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ। এদিকে, ফিলিস্তিনে দীর্ঘ দিন ধরে নারী-পুরুষ ও শিশুদের উপর ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বায়তুল মুকাররম থেকে কাকরাইল মোড় ঘুরে পানির ট্যাংক পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত ইসলামী দল। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড.মাওলানা খলিলুর রহমান মাদানীর নেতৃত্বে বিকেল সাড়ে ৪টার দিকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সম্মিলিত ইসলামী দল সমূহের বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মাজলিসে সাদরাতের সদস্য পীর শাহ আব্দুল মমিন নাছেরি, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদ এর মহাসচিব মাওলানা মুফতি ফয়জুল্লাহ আশরাফী, খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবুল কাসেম কাসেমী, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমির মাওলানা আজীজুর রহমান আজীজ, মজলিসুল মুফাসসিরিন এর সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ গোপালগঞ্জী, পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, জনসেবা আন্দোলনের মহাসচিব মুফতি মোহাম্মদ ইয়ামিন, খেলাফতে রব্বানির মহাসচিব মাওলানা লুৎফর রহমান,আহকামে হেফাজতের সদস্য সচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর মাতুব্বর অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ড. মওলানা হাবিবুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান, অধ্যাপক মাওলানা আব্দুস সবুর মাতব্বর, ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা মুফতি সানাউল্লাহ রহমানী, মাওলানা আবুল কাশেম গাজী প্রমুখ।