ইন্দোনেশিয়ার পর ৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো সলোমন দীপপুঞ্জ
: ইন্দোনেশিয়ার পর সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো প্রসান্ত মহাসাগরীয় দীপরাষ্ট্র সলোমন দীপপুঞ্জ
প্রথম নিউজ, ডেস্ক : ইন্দোনেশিয়ার পর সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো প্রসান্ত মহাসাগরীয় দীপরাষ্ট্র সলোমন দীপপুঞ্জ। মঙ্গলবার (২২ নভেম্বর) ঘটে যাওয়া অন্তত ২০ সেকেন্ডের ওই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির রাজধানী হনিয়ারা।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে হনিয়ারার বেশ কয়েকটি এলাকা। ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি, ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়ি।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার পরপরই ম্যালাঙ্গোর ১৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
আল জাজিরা প্রতিবেদন থেকে জানা যায়, আধা ঘণ্টার মধ্যে দুটি ভূকম্পন অনুভূত হয়। প্রথম ভূমিকম্পের প্রায় আধা ঘণ্টা পর উপকূল থেকে ৩১ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
প্রথম ভূমিকম্পের পরপরই দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্ববান জানানো হয়। জারি করা হয় সুনামি সতর্কতা, যদিও পরে তা উঠিয়ে নেওয়া হয়।
দেশটির সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, ভূমিকম্পের ফলে রাজধানীর কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। তাছাড়া কিছু ভবন ও গাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হলেও, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
এদিকে সলোমন দীপপুঞ্জে ভূমিকম্পের পর পাপুয়া নিউগিনি ও ভানুয়াতুতে ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) উচ্চতার সুনামি সতর্কতা জারি করা হয়।
জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৫০ কিলোমিটারের মধ্যে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করেন। তাছাড়া পুরো সলোমন দীপপুঞ্জে প্রায় আট লাখ মানুষ বসবাস করেন।
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে শতাধিক নিহত ও কয়েকশ মানুষ আহত হওয়ার পর সলোমন দ্বীপপুঞ্জে আরও শক্তিশালী দুটি ভূমিকম্প হল।
ইন্দোনেশিয়া ও সলোমন দ্বীপপুঞ্জ উভয়ই ভূমিকম্পপ্রবণ প্যাসিফিক রিং অব ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার ওপর অবস্থিত। ভূত্বকের কয়েকটি পৃথক টেকটোনিক প্লেট মিলিত হওয়ায় এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews