ইউক্রেনের একমাত্র এস-৩০০ ধ্বংস করে দিয়েছে রাশিয়া
প্রথম নিউজ, ডেস্ক : স্লোভাকিয়া ইউক্রেনকে যে একমাত্র এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করেছিল তা ধ্বংস করে দিয়েছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে হামলা চালিয়ে ইউক্রেনের কাছে থাকা এস-৩০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। খবর রয়টার্সের।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিপ্রোপেত্রভস্ক শহরের উপকণ্ঠে একটি হ্যাঙ্গারে হামলা চালানো হলে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি ধ্বংস হয়।
ইউরোপের একটি দেশ ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছিল।
রাশিয়ার সামরিক বাহিনী সমুদ্র থেকে কালিবর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে চারটি এস-৩০০ লাঞ্চার ধ্বংস এবং ইউক্রেনের ২৫ জন সেনা নিহত হয়। এ ছাড়া এস-৩০০-এর টার্গেটিং রাডারকেও ধ্বংস করা হয়েছে।
গত শুক্রবার স্লোভাকিয়া ঘোষণা দিয়েছিল যে, রাশিয়ার কাছ থেকে পাওয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ইউক্রেনকে দান করেছে।
ইউক্রেনকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার পর স্লোভাকিয়াকে আমেরিকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছিল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews