ইউক্রেনে রুশ সেনাদের অবস্থানের উন্নতি হচ্ছে: পুতিন
প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চলতি বছর ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হওয়ার পর রণক্ষেত্রে নিজেদের অবস্থান সুসংহত করছে রুশ সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেছেন। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের জন্য রুশ সেনাবাহিনীকে নির্দেশ দেন পুতিন। এই আক্রমণের পর শুরু হয় যুদ্ধ। এই যুদ্ধে ইউক্রেনের বিভিন্ন শহর বিধ্বস্ত, উভয় পক্ষের লক্ষাধিক নিহত ও আহত হয়েছেন।
বর্তমানে ইউক্রেনের ১৭ দশমিক ৫ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে। জুন মাস থেকে পাল্টা আক্রমণ শুরুর পর ইউক্রেনীয় বাহিনী রুশ দখলে থাকা ভূখণ্ড খুব বেশি পুনরুদ্ধার করতে পারেনি। গত বছর পাল্টা আক্রমণে সাফল্য পেলেও এবার রুশদের প্রতিরক্ষা ভেদ করতে পারছে না কিয়েভের সেনারা।
ক্রেমলিন সাংবাদিক পাভেল জারুবিন কর্তৃক সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে পুতিন বলেছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ পুরোপুরি ব্যর্থ হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরের লড়াইয়ের বিষয়ে তিনি বলেছেন, রুশ সেনারা আক্রমণ অভিযান পরিচালনা করছে। আমরা তা দেখছি ও জানি।
রাশিয়া ও ইউক্রেনের কট্টর মিত্র যুক্তরাষ্ট্র আভদিভকায় সামরিক কর্মকাণ্ড বৃদ্ধিকে রাশিয়ার নতুন আক্রমণ হিসেবে উল্লেখ করেছে।
পুতিন বলেছেন, পুরো রণক্ষেত্রের সম্মুখভাবে যা ঘটছে সেটিকে সক্রিয় প্রতিরক্ষা বলা হয়। আমাদের সেনারা নিজেদের অবস্থান সুসংহত করছে।
হার্ভার্ডের বেলফার সেন্টারের মতে, ১০ অক্টোবর পর্যন্ত ইউক্রেন রাশিয়ার দখলে থাকা ৮ বর্গ মাইল ভূখণ্ড পুনরুদ্ধার করেছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে। ওই সময় রুশপন্থি ইউক্রেনীয় প্রেসিডেন্ট গণঅভ্যুত্থানে উৎখাত হওয়ার পর রাশিয়া ক্রিমিয়াকে অধিগ্রহণ করে। তারপর থেকেই ইউক্রেনীয় সেনাদের সঙ্গে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চলমান রয়েছে।