ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির বৈঠক

আজ ১৩ জুলাই বুধবার সকাল ১১ টায় গুলশান চেয়ারপারসনের অফিসে এ বৈঠক হয়। 

ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির বৈঠক
ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির প্রতিকিধি বৈঠক

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি।

আজ ১৩ জুলাই বুধবার সকাল ১১ টায় গুলশান চেয়ারপারসনের অফিসে এ বৈঠক হয়।  এসময় দলের স্থায়ী কমিটি সদস্য  আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বকারী গোয়েন লুইসের সাক্ষাতের পরের দিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের এই সাক্ষাত হলো।

ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে রুদ্ধদ্বার বৈঠকের পর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন,  বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের যে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সেই সম্পর্কে মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সব প্রাসঙ্গিক বিষয়ের ওপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি।

সেই প্রাসঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom