‘আলিয়ার আরও প্রশংসা পাওয়া উচিত ছিল’, বললেন বিদ্যা বালান

‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিতে আলিয়া ভট্টের অভিনয় দর্শককে চমকে দিয়েছে। তা সত্ত্বেও আলিয়ার প্রতি সুবিচার হয়নি বলেই মনে করছেন বিদ্যা বালান।

‘আলিয়ার আরও প্রশংসা পাওয়া উচিত ছিল’, বললেন বিদ্যা বালান
‘আলিয়ার আরও প্রশংসা পাওয়া উচিত ছিল’, বললেন বিদ্যা বালান

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: এই বছর বলিউডে বক্স অফিসে যে সব ছবি ভাল ব্যবসা করেছে, তার মধ্যে রয়েছে সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। ছবিটি আগামী বছর বাফটা এবং অস্কারে যাতে শামিল হতে পারে, তা নিয়েও উদ্যোগ নিয়েছেন নির্মাতারা। ছবির জন্য পরিচালকের যেমন প্রশংসা হয়েছে, তেমনই নামভূমিকায় আলিয়া ভট্ট সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। তবে এই প্রশংসা প্রাপ্তি নিয়ে সমস্যা রয়েছে বলিউডের নারীকেন্দ্রিক ছবির মুখ বিদ্যা বালানের।সের রূপগুলি কী ভাবে চরিত্র পাল্টাচ্ছে, তা নজরে রাখা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিশ্বের কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে ইতিমধ্যেই করোনা হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নে নজর দেওয়া হয়েছে। তবে রাজ্যে সংক্রমণের হার এক শতাংশের কমই রয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘কহানি’র অভিনেত্রী জানিয়েছেন যে, ‘গঙ্গুবাঈ...’-এর জন্য আলিয়ার আরও বেশি সম্মান প্রাপ্য ছিল। বলিউডে লিঙ্গবৈষম্য নতুন নয়। সেই প্রসঙ্গ টেনে বিদ্যা জানিয়েছেন, যে কোনও পুরুষ সুপারস্টারের ছবি সফল হলে যে ভাবে তাঁর কাজের প্রশংসা করা হয়, আলিয়ার ক্ষেত্রে তা ঘটেনি। বরং যাবতীয় প্রশংসা ও সাধুবাক্য বর্ষিত হয়েছে ভন্সালীর উপর।

বিদ্যা বালান ইন্ডাস্ট্রির পুরুষ বনাম নারীবৈষম্য প্রসঙ্গে আরও মন খুলে কথা বলেছেন। ‘শেরনি’র অভিনেত্রীর মতে, দীর্ঘ দিন পরিশ্রমের পর এখন বলিউডে নায়িকারা তাঁদের পায়ের নীচের জমি শক্ত করতে পেরেছেন। তাই নায়কদের ছবি চলছে না মানেই নারীকেন্দ্রিক ছবির ভবিষ্যৎ অন্ধকার বলে দাগিয়ে দেওয়া যুক্তিহীন। বিদ্যার কথা খুব একটা ভুল নয়। কারণ, এই বছর ‘গঙ্গুবাঈ...’ যে একাধিক পুরুষকেন্দ্রিক ছবির থেকে বক্স অফিসে ভাল ফল করেছে তা অস্বীকার করার উপায় নেই। বিদ্যাকে দর্শক এর আগে ‘জলসা’ ছবিতে দেখেছেন। নতুন কিছু প্রজেক্ট নিয়ে কথাবার্তাও চলছে। এর মধ্যে একটি প্রোজেক্টে বিদ্যার সঙ্গে থাকার কথা ইলিয়ানা ডি’ক্রুজ় এবং প্রতীক গান্ধীর।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom