আল্পস পর্বতমালায় হিমবাহ ধসে ৬ জনের মৃত্যু

ইতালি-ফ্রান্স সীমান্তে অবস্থিত আল্পস পর্বতমালায় হিমবাহ ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে

 আল্পস পর্বতমালায় হিমবাহ ধসে ৬ জনের মৃত্যু
আল্পস পর্বতমালায় হিমবাহ ধসে ৬ জনের মৃত্যু-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইতালি-ফ্রান্স সীমান্তে অবস্থিত আল্পস পর্বতমালায় হিমবাহ ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। ইতালির উত্তরাঞ্চলের এই পর্বতমালার হিমবাহ ধসে চাপা পড়েন তারা। দেশটির জরুরি সার্ভিস বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

ট্রেন্টোর প্রাদেশিক সরকার রোববার জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কাও প্রকাশ করেছে তারা।

ইতালির আরএআই রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে, ছয়জন নিহত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। কতজন নিখোঁজ রয়েছেন সেটিও জানা যায়নি।

ন্যাশনাল আল্পাইন অ্যান্ড কেভ রেসকিউ সদস্যরা টুইট করে জানিয়েছেন, যে ক্ষতিগ্রস্ত মারমোলাদা পর্বত এলাকায় অনুসন্ধানে অন্তত পাঁচটি হেলিকপ্টার ও উদ্ধারকারী স্কোয়াড ডগ নামানো হয়েছে।

মারমোলাদা পর্বতের উচ্চতা ৩ হাজার ৩০০ মিটার (১০ হাজার আটশ ফুট)। এটি উত্তরপূর্ব ইতালিতে অবস্থিত পর্বতশ্রেণী ডলোমাইটসের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ।

তবে কি কারণে এমন ধস তা এখনো জানা যায়নি। জুনের শেষের দিক থেকে ইতালিতে তীব্র তাপপ্রবাহ একটি বড় কারণ হতে পারে বলে মনে করছেন আলপাইনস রেসকিউ সার্ভিসের মুখপাত্র ওয়াল্টার মিলান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom