আ’লীগের দুঃশাসনের কবল থেকে এদেশের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে: এডঃ সাখাওয়াত
এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে আগামী দুই মাস আমাদেরকে রাজপথে থাকতে হবে। রাজপথে থেকে প্রমাণ করতে হবে যে আমরা এদেশের জনগণের সাথে আছি।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজকে বিএনপি নেতাকর্মীদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা সাড়ে চৌদ্দ বছর আওয়ামী লীগ তথা শেখ হাসিনার জুলুম অত্যাচার নির্যাতনে নিষ্পাতিত হয়েছিল। সেইভাবে নিষ্পাতিত হবো নাকি হাসিনা তথা আওয়ামী লীগের দুঃশাসন এর কবল থেকে এদেশের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে।
এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে আগামী দুই মাস আমাদেরকে রাজপথে থাকতে হবে। রাজপথে থেকে প্রমাণ করতে হবে যে আমরা এদেশের জনগণের সাথে আছি। বিএনপি জনগণের বন্ধু। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে কর্মসূচির ডাক দিবেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই
কর্মসূচিতে পালন করবেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপি'র অন্তর্গত ২২নং ওয়ার্ড বিএনপি'র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২৭ মে) সন্ধ্যায় বন্দরঘাট সংলগ্ন সুরুজ্জামান টাওয়ারের রাত্রী কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এড. সাখাওয়াত বলেন,সারা বাংলাদেশে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে রবিবার সারাদেশে মহানগরীতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হবে।
গত ২৩ মে আমরা নারায়ণগঞ্জ সদরে পদযাত্রা কর্মসূচি করেছি ২৮ তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্দরে বিএনপির পথযাত্রা করব। রবিবার বিকেল তিনটাড বন্ধ শহীদ মিনারের সামনে আমরা পথযাত্রা করব। সেই পদযাত্রা আপনারা সবাই অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের বাইরে আমরা যাব না। যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে দলের জন্য কাজ করছে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। রাজপথের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা দলকে সুসংগঠিত করব। আপনাদের সবাইকে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করা হবে।
তিনি আরো বলেন, আজকে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বলতে চাই। দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সেই টাকা কিন্তু আপনারা খেয়ে যেতে পারবেন না, লুটপাটের ধন পিঁপড়ায় খাবে।
প্রশাসনকে উদ্দেশ্যে করে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আপনারা হলেন প্রজাতন্ত্রের কর্মচারী। দেশের জন্য কাজ করুন আওয়ামী লীগের জন্য না। আপনাদেরকে বিএনপি'র পক্ষে কাজ করতে হবে না। এতদিন আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করেছেন আপনারা দেখেছেন তাদের কি দূঃশ্বাসন। আওয়ামী লীগের অন্যায় ও নির্দেশ পালন করেছেন। এখন থেকে আর আওয়ামী লীগের কোন নির্দেশ পালন করবেন না। সরকারের আদেশ পালন করবেন আওয়ামী লীগের না। এদেশের জনগণের পক্ষে থাকুন, গণতন্ত্রের পক্ষে থাকুন।
সম্মেলন শেষে জানানো হয় বন্দর থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হক রানার শাশুড়ি অসুস্থ্য হওয়ায় তাকে নিয়ে ঢাকায় হাসপাতালে গেছেন এবং নব গঠিত বন্দর উপজেলা বিএনপির আহবায়ক মাজহারুল ইসলাম হিরনের বড় বোন মারা যাওয়ায় আজ ২২নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষনা সম্ভব হলো না তবে দুয়েকদিনের মধ্যেই সকলের মতামতের ভিত্তিতে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।
মহানগর ২২নং ওয়ার্ড বিএনপি নেতা শিবু চন্দ্র দাসের সভাপতিত্বে ও মো. সানোয়ার আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এড. রফিক আহমেদ, সদস্য ডা.মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব এড. এইচএম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপি'র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, নাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা শাহে নেওয়াজ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, নজরুল ইসলাম সরকার, বন্দর থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, নাছির উল্লাহ্ টিপু, ইকবাল হোসেন, সোহেল খান বাবু প্রমুখ।