আত্মরক্ষার জন্যই ক্ষেপণাস্ত্র পরীক্ষা: উত্তর কোরিয়া
শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ।
প্রথম নিউজ ডেস্ক: সম্প্রতি একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এ নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এবার এ নিয়ে মুখ খুললো উত্তর কোরিয়ার কিম জং উন প্রশাসন। পিয়ংইয়ং জানিয়েছে, সরাসরি সামরিক হুমকি মোকাবেলার জন্য আত্মরক্ষায় এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে।
শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ।
ইয়োনহাপ জানিয়েছে, ‘ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি রক্ষার জন্য একটি নিয়মিত এবং পরিকল্পিত আত্মরক্ষামূলক পদক্ষেপ, যা অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলে আসছে। মার্কিন প্রত্যক্ষ সামরিক হুমকি মোকাবেলার জন্য এসব পরীক্ষা চালানো হয়েছে। উত্তর কোরিয়া মঙ্গলবার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যা জাপানের উপর দিয়ে উড়ে পূর্ব সাগরে পড়েছে। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানি দ্বীপপুঞ্জের উপরে উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এরপরই যৌথভাবে সামরিক মহড়া চালায় জাপান ও যুক্তরাষ্ট্র। তবে এর একদিন পর আবারও দুপি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। গত শনিবার উত্তর কোরিয়া পূর্ব সাগরে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। পূর্ব সাগরে দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া উত্তেজনা বৃদ্ধি করেছে বলে মনে করা হচ্ছে।
পিয়ংইয়ং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জলসীমায় মার্কিন পরমাণু চালিত বিমানবাহী রণতরী পুনরায় মোতায়েন করার নিন্দা করেছে এবং এটিকে কোরীয় উপদ্বীপের পরিস্থিতির স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি বলে অভিহিত করেছে। এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বৃদ্ধির অভিযোগ আনা হয়েছে। ২০২০ সালে উপদ্বীপে উত্তেজনা বেড়ে যায় যখন উত্তর কোরিয়া সীমান্তে আন্ত-কোরিয়ান যোগাযোগ অফিসে আক্রমণ করে এবং উড়িয়ে দেয়। পিয়ংইয়ং পরিস্থিতি আরও খারাপ করলে কঠোর প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে সিউল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews