আজ শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

গতকাল সোমবার ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার পাঁচটি উপজেলায় মোট ৫ লাখ ২৬ হাজার ২৪০ শিশুকে এই টিকা খাওয়ানো হবে।

আজ শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

প্রথম নিউজ, অনলাইন: আজ মঙ্গলবার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তাদের মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুকে দেওয়া হবে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। আর ১২-৫৯ মাস বয়সী শিশুকে দেওয়া হবে লাল রঙের ক্যাপসুল। তবে অসুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। গতকাল সোমবার ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার পাঁচটি উপজেলায় মোট ৫ লাখ ২৬ হাজার ২৪০ শিশুকে এই টিকা খাওয়ানো হবে। জেলার ডেপুটি সিভিল সার্জন ইয়াসমিন নাহার এই সংবাদ সম্মেলন করেন।

পাঁচটি উপজেলা হলো ধামরাই, দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও  সাভার। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। মোট ১৭৪৩টি স্থায়ী ও ১২৫ অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ কমায়, অন্ধত্ব দূর করে। এ জন্য শিশুদের বাড়ির পাশের কেন্দ্রে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। ঢাকায় এই পাঁচ উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৭৪ হাজার ৮২ জন। আর ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা  ৪ লাখ ৫২ হাজার ১৫৮ জন।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালে এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি জন্মের পরপর নবজাতককে শালদুধ খাওয়ানো, ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো; শিশুর ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তা প্রচার করা হবে।