আইপিএল খেলতে চার্টার্ড ফ্লাইটে ভারত গেলেন মোস্তাফিজ
ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।
প্রথম নিউজ, খেলা ডেস্ক : শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ষোড়শ আসর। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের খেলবেন কাটার মাস্টার। আজ সকাল ৮টায় ভাড়া করা বিমানে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন মোস্তাফিজুর রহমান। ফ্লাইটে বসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আইপিএল ২০২৩ আসরের জন্য ভারতে যাচ্ছি। আমার দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে আর অপেক্ষা করতে পারছি না।’ আজ রাতে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের আগেই দলে যোগ দেয়ার কথা মোস্তাফিজের। দিল্লির প্রথম ম্যাচে খেলতেও পারেন এই বাঁহাতি পেসার। মোস্তাফিজের সঙ্গে দিল্লির বিদেশি পেসার এনরিখ নরকিয়া। জাতীয় দলের খেলার জন্য এখনই দক্ষিণ আফ্রিকান বোলারকে পাচ্ছে না দিল্লি। সেক্ষেত্রে লখনৌর বিপক্ষে মোস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা বেশি।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলে শুক্রবার রাতেই চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন মোস্তাফিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নির্বাচকদের বিবেচনার বাইরে থাকায় শুরু থেকেই টাইগার পেসারের আইপিএলে যোগ দেয়াটা নিশ্চিত ছিল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: