আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি

হাইকোটে মাজার গেটের সামনে ছাত্রলীগ-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ছাত্র দলের বেশ কয়েকজন নেতা কর্মী সুপ্রিম কোর্টে দৌঁড়ে আশ্রয় নেয়।

আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি
আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ দাবি

প্রথম নিউজ, ঢাকা: দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকে আইনজীবীদের ওপরে হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ দাবি করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আশ্রয় নেয়া ছাত্রদলের তিন কর্মীকে ছাত্রলীগ নেতাকর্মীরা বেধড়ক পিটিয়ে জখম করার ছবি, ভিডিও তোলায় আইনজীবীদের ওপরও  হামলা চালায় তারা। এ ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তৃতায় আইনমন্ত্রী আনিসুল হক  ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, ছাত্রলীগের গুন্ডা বাহিনী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জয় বাংলা বলে তিন ছাত্রকে বেধড়ক পিটিয়ে জখম করেছে। আমাদের আইনজীবীদের ওপরে হামলা করেছে। গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তিনি। তিনি প্রধান বিচারপতির কাছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে রক্তক্ষয়ী ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাইকোটে মাজার গেটের সামনে ছাত্রলীগ-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ছাত্র দলের বেশ কয়েকজন নেতা কর্মী সুপ্রিম কোর্টে দৌঁড়ে আশ্রয় নেয়। একপর্যায়ে নাহিদ চৌধুরী নামে কবি নজরুল কলেজের ছাত্রদলের কর্মীকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ধরে বেধড়ক পেটায় ছাত্রলীগ কর্মীরা। একপর্যায়ে অচেতন হয়ে পড়ে তিনি। পরবর্তীতে তাকে এখান থেকে হাসপাতালে নেয়া হয়। এছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের মধ্যেই হামলার শিকার হন লিখন চৌধুরী নামের আরেক ছাত্রদল কর্মী। এ সময় ভাঙচুর করা হয় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ কয়েকজন আইনজীবীর গাড়ি। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল করে। 

এদিকে, এদিকে ঘটানার পরপরই সুপ্রিমকোর্ট, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে বসে সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, রমনা অঞ্চলের ডিসি, আপিল ও হাইকোর্টের রেজিস্ট্রার ও নিরাপত্তা সংশ্লিষ্টদের নিয়ে এ বৈঠক হয়। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান গনমাধ্যমকে জানান, সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের নিরাপত্তা জোরদার করতে বেলা সাড়ে ১২টায় একটি বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার থেকে সুপ্রিমকোর্টের নিরাপত্তা জোরদার করা হবে। বিচারপ্রার্থী, আইনজীবীরা যাতে সুপ্রিমকোর্টে নির্বিঘ্নে, স্বচ্ছন্দে থাকতে পারে, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুপ্রিমকোর্টের গেটগুলোতে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom