অসহযোগ আন্দোলনের ডাকে খাগড়াছড়িতে বিএনপির লিফলেট বিতরণ
প্রথম নিউজ,খাগড়াছড়ি: ৭ জানুয়ারির নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যায়িত করে সেটি বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের অংশ হিসেবে খাগড়াছড়িতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
শহরের কলাবাগান থেকে বের হয়ে বাজার, শহীদ কাদের সড়ক, পানখাইয়া পাড়া, মহিলা কলেজ সড়কসহ জনগুরুত্বপূর্ণ এলাকা, বিভিন্ন দোকানপাট ও পথচারীদের হাতে লিফলট তুলে দেন তারা। এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাকে অংশ নেন।
জেলা বিএনপির নেতারা বলেন, এক দফা দাবি আদায় লক্ষ্য কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির সাধারণ জনগণের মধ্যে জনমত গড়ে তুলত লিফলেট বিতরণ করা হয়েছে।