অভিমান ভেঙে বিগ ব্যাশে ফিরছেন রশিদ

অভিমান ভেঙে বিগ ব্যাশে ফিরছেন রশিদ

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: নারীদের ওপর তালেবান সরকারের শিক্ষা, চাকরিসহ বিভিন্ন কার্যকলাপে নানান বিধিনিষেধ আরোপের জেরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। এর প্রতিবাদে বিগ ব্যাশ লিগ থেকে নিজের নাম প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন আফগান ক্রিকেটার রশিদ খান। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন এই লেগ স্পিনার।

গত মার্চে আফগানদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অজিদের। পরে তা বাতিল করে অজিরা। এ কারণে ক্ষোভে বিগ ব্যাশ ছেড়েছিলেন নাভিন উল হক। একই পথে হেঁটেছিলেন রশিদও।

সেসময় এক টুইটে রশিদ খান জানিয়েছিলেন, ক্রিকেট আফগানিস্তানের একমাত্র আশা। রাজনীতিকে এটার বাইরে রাখা উচিত। অস্ট্রেলিয়া মার্চ মাসে আমাদের সঙ্গে খেলতে আসবে না শুনে আমি হতাশ। নিজের দেশের হয়ে খেলতে আমি গর্ববোধ করি। বিশ্বমঞ্চে আমরা উন্নতি করেছি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই না খেলার সিদ্ধান্ত আমাদের পিছিয়ে দেবে। আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামা যদি এতই অস্বস্তির হয়, তাহলে আমি বিগ ব্যাশ খেলতে গিয়ে কোনো অস্বস্তি বাড়াব না। তাই বিগ ব্যাশ লিগে ভবিষ্যতে আমি খেলব না।

এদিকে লিগের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও এএফপিকে রশিদের খেলার কথা নিশ্চিত করা হয়েছে। তাই বিগ ব্যাশের আগামী মৌসুমেও রশিদকে দেখা যাবে।

অন্যদিকে আগামী সোমবার (২৮ আগস্ট) প্রকাশ করা হবে ড্রাফটে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা। যেখানে রশিদের সঙ্গে নূর আহমেদ, মুজিব উর রহমান এবং ইজহারুলহক নাভিদও আছেন। তারা সবাই বিগ ব্যাশের সবশেষ আসরে খেলেছেন। আর রশিদকে রিটেইন করার সুযোগ পাচ্ছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।

ধারণা করা হচ্ছে, রশিদকে প্লাটিনাম ক্যাটাগরিতে রেখে দেবে ফ্র্যাঞ্চাইজিটি। আসরের অন্তত সাত ম্যাচে তাকে পেতে পারে অ্যাডিলেড। এরপর আগামী ১৯ জানুয়ারি থেকে সাউথ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে খেলবেন ২৪ বছর বয়সী এই স্পিনার।

২০১৭-১৮ মৌসুমে বিগ ব্যাশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন রশিদ। সেবার ১৮ উইকেট শিকার করে অ্যাডিলেডের শিরোপা জয়ে অবদান রেখেছিলেন তিনি। এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ৬ দশমিক ৪৪ ইকোনমি এবং ১৭ দশমিক ৫১ গড়ে নিজের ঝুলিতে ৯৮ উইকেট পুরেছেন এই লেগি।