অবরোধের দিন ঢাকা দখলে রাখার ঘোষণা মির্জা আজমের

অবরোধের দিন ঢাকা দখলে রাখার ঘোষণা মির্জা আজমের

প্রথম নিউজ, ঢাকা : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, বিএনপি এখন দিন-তারিখ ঠিক করে দিচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার। কিন্তু আমরা তো বসে থাকব না। আমরা বলেছিলাম ৪ তারিখ সমাবেশ করবো, সেটা হবে। কিন্তু তার আগে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে তারা (বিএনপি) ঢাকা অবরোধের যে কর্মসূচি দিয়েছে সেদিন আমরাও ঢাকা দখলে রাখব।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলোয় ৪ নভেম্বরের ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখানে আমি এসেছি ৪৭ মিনিটে। আমার বাসা থেকে আজিমপুরে যেতেও এর চেয়ে বেশি সময় লাগে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য। ঢাকার সবচেয়ে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ। আগামী ২৮ তারিখ আমাদের সমাবেশ বায়তুল মোকাররম দক্ষিণ গেট। ফ্লাইওভার থেকে তিন মিনিটে যাওয়া যায়। শাপলা চত্বরও কাছাকাছি। নারায়ণগঞ্জ মহানগর ঢাকার সবচেয়ে কাছে। আমরা আশা করি নারায়ণগঞ্জ থেকে আমাদের সমাবেশে সবচেয়ে বড় সাপোর্ট যাবে। তবে আজকের সভায় ৪ তারিখের মহাসমাবেশে কে কত লোক নিয়ে যাবেন শুধু সেই কথা হবে। এর বাইরে অন্য কোনো কথা হবে না। জনগণের ভোটে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর বাকি সব সমস্যা নিয়ে কথা হবে।

এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বস্ত্র ও পাটমন্ত্রী এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।