অবরোধে সংহতি জানিয়ে এবি পার্টির মিছিল
প্রথম নিউজ, ঢাকা : বিএনপিসহ যুগপৎ জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। মিছিলে নেতৃত্ব দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সদস্যসচিব মজিবুর রহমান মন্জু এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক।
রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে মিছিলটি নাইটিঙ্গেল মোড়, সেগুন বাগিচা অঞ্চল ও পুরানা পল্টন সড়ক প্রদক্ষিণ করে বিজয় নগর বাজারের কাছে এলে পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে বিজয়-৭১ চত্বরে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে মিলিত হন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
সমাবেশে আব্দুল ওহাব মিনার বলেন, ‘২৮ অক্টোবর সরকারের বিপক্ষে জনজোয়ার দেখে তারা অস্থির হয়ে গেছে। জনতার বিক্ষোভ দমন করতে তারা পুরোনো কায়দায় হামলা, মামলা ও গ্রেফতারে মেতে উঠেছে।’
বিএনপি নেতা আমীর খসরু, আলতাফ হোসেন, জহিরউদ্দিন স্বপনসহ দেশব্যাপী গ্রেফতার অভিযানের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের গ্রেফতারের ফলে নেতৃত্ব স্বয়ংক্রিয়ভাবে কর্মীদের হাতে চলে যাবে। অতীতে এ ধরনের পদক্ষেপের ফল ভালো ছিল না।’
সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘অবিলম্বে হামলা, মামলা, গ্রেফতার বন্ধ করুন।’
সদস্যসচিব মজিবুর রহমান মন্জু বলেন, ‘ভয়ভীতি উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত অবরোধ প্রমাণ করে জনগণ সরকারের পতন চায়।’
‘সরকারের ইঙ্গিতে আজ্ঞাবহ’ নির্বাচন কমিশনের সংলাপকে নাটক হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘এই কমিশন অযোগ্য ও ব্যর্থ। সরকারের দালালি করার কৌশলও তারা ভাল করে রপ্ত করতে পারেনি।’ শিগগিরই এই কমিশন পদত্যাগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে আরও ছিলেন– এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, আমিরুল ইসলাম নুর, যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রমিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান ব্যাপারী, সাবেক ছাত্রনেতা রিপন মাহমুদ, ছাত্রনেতা হাসিবুর রহমান খান প্রমুখ।