অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে মির্জা ফখরুল-আব্বাসের আবেদন, বিকেলে শুনানি

ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে আজ বুধবার এ জামিন আবেদন করা হয়। শুনানির জন্য বিকেলে ৩টায় আদালত সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী।

অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে মির্জা ফখরুল-আব্বাসের আবেদন, বিকেলে শুনানি
মির্জা ফখরুল-আব্বাস

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তৃতীয় দফায় জামিন নামঞ্জুর হওয়ার পর এ আবেদন করেছেন তাদের আইনজীবী।

ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে আজ বুধবার এ জামিন আবেদন করা হয়। শুনানির জন্য বিকেলে ৩টায় আদালত সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী।

 মির্জা ফখরুল- মির্জা আব্বাস ছাড়াও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম জামিন আবেদন করেছেন। আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন ও জাকির হোসেন জুয়েল।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেন, তৃতীয় দফায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আমরা মহানগর দায়রা জজ আদালতে তাদের জামিন আবেদন করেছি। আদালত শুনানির জন্য আজ বিকেল ৩টার সময় নির্ধারণ করে দিয়েছেন। আশা করছি আজ তাদের জামিন মঞ্জুর করবেন আদালত।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom